সেই কবে থেকে তোমার পানে পথ চেয়ে
রীতিমত ক্ষণ গুনছি, আসবে কখন ধেয়ে ?
বাঁধনকে হয়নি বুঝি শক্ত করে বাধা
এ কারনে জীবন হয়েছে সিধেসাদা ।
অনেক কাঠখড় পোড়ালাম দামী চন্দনে
হৃদয়ে জায়গা হয়নি বুঝি আজো প্রেমের বন্ধনে ।
ঘুমের ঘোরে স্বপ্নে আস,
দিনের বেলায় স্মৃতিতে ভাস ।
তোমার কাজে কখনো দেইনি ব্যাঘাত
এমন করে দিচ্ছ কেন কাঁটার আঘাত ?
মন পবনে বারে বারে কষ্টরা ঘুরে ফেরে,
সুখের পাখির পালক যায় ঝরে পড়ে ।
আনন্দের ফুল কুড়িয়ে নিতে
হাত দুটো রাখলে হাতে,
ছন্দাকারে মন্দদের দেব সরিয়ে
সতেজ ভালোবাসায় রাখবো ভরিয়ে ।
কল্যাণপুর, ঢাকা ।
৩১/০৫/২০১৪ ইংরেজী ।