চারিদিকে সবুজ পাতায় ঘেরা গাছের সারি
তোমায় নিয়ে সাজানো ছিল গোটা বাগান বাড়ি ।
গোলাভরা ধান, পুকুর ভরা মাছ হৃদয়ে উল্লাস
সময়ের আবর্তে পরিবর্তন হয়েছে ভোগ বিলাস ।
প্রযুক্তি দিয়েছে আরাম কেরেছে দৈহিক শ্রম
নানাবিধ যান্ত্রিক কর্মে লেগে যায় ভ্রম ।
নদীর উপর, সমুদ্রের উপর হচ্ছে ইট পাথরের ব্রীজ
আকাশকেও দিচ্ছে ওরা প্রযুক্তির কাজে লীজ ।
চাঁদ মঙ্গল করেছে জয় অন্যত্র চেষ্টা চলছে অক্লান্ত
প্রযুক্তির এ যাত্রা কখনো হবে না ক্ষান্ত ।
সবুজ নয়নাভিরাম থেকে অট্টালিকার নান্দনিক নগরায়ন
কৃত্তিম কার্বনের আধিক্যে হারিয়ে যাচ্ছে বনায়ন ।
কালের আবহে প্রযুক্তির অগ্রযাত্রা
প্রতিনিয়ত যুগ করছে নতুন মাত্রা ।
ক্লিক করলে পাওয়া যায় সমস্ত তথ্য
যা কিছু প্রয়োজন কাজের উপাত্ত ।
উজ্জ্বল দিনের ন্যায় আলো ঝলমল রাত
সূর্যের আভায় ভড়ে উঠে রাঙ্গা প্রভাত ।
আর্দ্রতা হারাচ্ছে বাতাস ঘাম ঝরে গরমে
প্রকৃতি চলছে নিজের বাধা নিয়মে ।
২৯/০৫/০১৪ ইংরেজী ।