পদাঙ্ক তোমার ছুঁয়নি আটপৌড়ে উঠান
কষ্টকে আমার দুয়ারে রেখে দিয়েছ পিছুটান ।
সুখ তুমি নিয়েছ কেড়ে, দিয়েছ চোখের জল  
না পাওয়ার বেদনায় ভেঙ্গে গেছে বাহু বল ।

উর্বর ভূমিতে মিছে কেন করলে জমি চাষ
ফসল উঠার পূর্বক্ষণে ভেঙ্গে নিলে শাঁস ।  
বৃথাই দিলে শ্রম অমূল্য সময়  
জোকের মত রক্ত চুষে করেছ আমায় ক্ষয় ।

ললনার ছলনায় ভুলে গিয়ে শেকড়
স্বপ্নের রাজ্যে বেঁধেছিলেম অলীক ঘর ।
বাস্তবতার ছোবলে নিজের সাথে চলে যুদ্ধ
জীবন নির্দিষ্ট গন্ডির মধ্যে হয়েছে গেছে সীমাবদ্ধ ।  

উন্মুক্ত আকাশ, দিগন্ত জোড়া সবুজ,  
মন যে পায় না কোন কিছুতে বুঝ ।
ভাল লাগার অনুভূতি গেছে হারিয়ে
পিছুটানের ঘন্টা ধ্বনির তকমা বাজিয়ে ।


রচনা কালঃ রাত ২:৩০ মিনিট ।  
০৮ জৈষ্ঠ ১৪২১ বাংলা, ২২/০৫/২০১৪ ইংরেজী ।  
কল্যাণপুর, ঢাকা-১২১৬ ।