উষর মরুর বুকে পুষ্পের সন্ধান
বৃথা ব্যস্ততা দৃশ্যত প্রতীয়মান ।
ঘরের কোণে রেখে উর্বর ভূমি
মরিচীকার পেছনে ছুটে চলে অন্তরজামি ।
হাওয়ায় দোলে ভেসে যায় পালের নৌকা
সময়ের দৌড়ে বয়ে চলে জীবন একা ।
যদিওবা সঙ্গ দেয় গুণগ্রাহী প্রিয়জন
স্বার্থের আঘাতে প্রতিয়মান কতটা আপন ।
ভালোবসার টানে সিন্ধু হলে পার
প্রিয়সীর মুখে হাসি ফুটে অপার ।
উল্টো পথে আসে যদি এক জীবন হার
কোন কিছুর বিনিময়ে হয় নাতো প্রতিকার ।
তিক্ততায় ভরে যায় পার্থিব জীবন
উদাহরণ জেনেও নেই তার অনুসরণ ।
সেই মরিচিকার পেছনেই আবার ছুটে চলা
চলতে চলতে যৌবনের কথা বলা ।
ঠোঁকর খেয়ে খেয়ে বুঝতে শেখা
অবুঝ অতীতকে মনি পর্দায় দিবা স্বপ্নে দেখা ।
নিজের কাছ থেকে নিজেকে আড়ালে রাখা
এভাবেই অসীমে চলে যায় জীবন রেখা ।
বিকেল ০৪:২৮ মিনিট ।
কল্যাণপুর, ঢাকা । ০৫ জৈষ্ঠ ১৪২১ বাংলা, ১৯/০৫/২০১৪ ইংরেজী ।