অহমিকায় অন্তর করেছ কালা,    
শান্ত চিত্তে অনুধাবনে ঘোচবে নাতো মনের জ্বালা ।  
অতীত ডেকে নিয়ে যাবে রঙ্গিন দিনে,    
অনুভূতি ঘন্টা বাজাবে উতলা মনে ।

ইচ্ছেটাকে মন দিয়ে করেছ আলিঙ্গন,  
বুঝতেও পারনি... তোমার জীবনে কখন লেগেছে ভাঙ্গন ।  
দূরন্ত সময়ে ছুটন্ত মনে... তাচ্ছিল্যে কেটেছে তোমার প্রহর    
এখন বুঝছ কি তুমি ? কত... ব্যস্ত এ শহর ।  

চাঁদের আলো তোমার মনে দেয় কি এখন দোলা ?
তোমার জন্য একদা ছিলাম... আমি আত্ম ভোলা ।    
রেলগাড়ি চলে নির্দিষ্ট সরল রেখায়,  
জীবন বয়ে চলে ভালোবাসা আর মায়ায় ।


কল্যাণপুর, ঢাকা ।  
১লা জৈষ্ঠ ১৪২১ বাংলা, ১৫মে ২০১৪ ইংরেজী ।