কোন এক অজানা চেতনায় হারায়ে চেতন
মন যেন করছে কেমন কেমন ।
তোমায় ভেবে সময় যাচ্ছে যেমন তেমন
সারাক্ষণ ছুটছে উরু উরু মন ।
চেনায় চেনায় শুরু হল
চিনতে চিনতে বেশ কিছু দিন কেটে গেল ।
দুটি মনের গতিপথ এক হল
পরিচয় পেরিয়ে পরিণয়ে নতুন জীবন শুরু হল ।
জীবনের বহু রঙ আসছে সামনে
অজানা পথ পারি দেব কেমনে ।
দাঁড় বেয়ে চলছি সম্মুখ পানে
এভাবেই চলে যাব কোন এক দিন সংগোপনে ।