তৃ-ভুবনে আমরা কেউ নয় তো পর
পঙ্কিলতার পাখায় করবো না তো ভর।
গুরু জনের দীক্ষা মন দিয়ে বুঝব
সবাই মিলে আলোর পথ খুঁজব।
পঙ্কিলতা গ্রাস করে হৃদ্য মানবতা
ধীরে ধীরে বাড়িয়ে দেয় মনের শূন্যতা
কোমল মতি অন্তর করে কুলশিত
সুপ্ত সুন্দর প্রতিভা হয় না বিকশিত।
মানবিক মানুষ হব এই করি পণ
মানবতার জয়ে হবে আলিঙ্গন
উদারতার জোয়ারে হই প্রতিজ্ঞা বদ্ধ
পঙ্কিলতার বেড়া জালে হব না আবদ্ধ।
২১/৩/২০২৩, ঢাকা।