নক্ষত্রের সাথে সন্ধি করে
গ্রহের মাঝে করে খেলা,
সূর্যের আলোয় অট্ট হেসে
পরিশ্রান্ত ক্ষান্ত রাত্রি বেলা ।
হিলিয়াম কার্বনের স্পর্শে
ভেঙ্গে যায় হৃদয়ের তালা ।
বায়ু মন্ডলের আবেশ মেখে
বৃদ্ধি পায় বন্ধনী ঝালা ।
সাদার উপর কালো দাগ
বাড়ায় দহন জ্বালা ।
পতি গেলে অধিপতির দ্বারে
ভাঙ্গে বধূর হাতের বালা ।
গ্রহপুঞ্জ অবিরাম নিজ কক্ষপথে ঘোড়ে
বজায় রাখছে অস্তিত্ত্বের তলা ।
কি অপরূপ আকাশের সন্ধ্যা তারা
সূর্যের আলো ধার না এলে হায় ! রাত দেখায় কালা ।
নিয়মের গন্ডিতে গ্রহ চলছে অবিরাম ধারায়
মানব ভূ মন্ডলে তৈরি করে অনিয়মের ডালপালা,
উচ্চাকাঙ্ক্ষা ক্ষমতা আধিপত্যের লোভে
দন্দ সংঘাতে জীবন ঝালাপালা ।