মৌবনেতে রাজ এসেছে
প্রানের মেলায় তরী ভেসেছে
খুশির জোয়ারে ভাসছে ঐ
পালতোলা নাও আসছে ঐ ।
মাভৈ মাভৈ নৃত্যে
নুপুরের ছন্দ গীতে ।
হাড় কাঁপানো শীতে
উন্মত্ত পাড়াপরশিতে ।
মন খুলে ওরা করে কাজ
কঠিন সংগ্রামেও ছাড়েনা তাজ ।
জীবন ছন্দ পতনে থাকে স্বাভাবিক
চিন্তা মগ্ন হয়ে বসে থাকা বড়ই সাঙ্ঘাতিক ।
দৌড়াচ্ছে সময় দৌড়াচ্ছে জীবন হচ্ছে জারণ ।
অতীতকে আগলে পিছিয়ে পড়া যে বারণ ।
তপ্ত পথে দৃপ্ত পদে নব নব ছন্দে
বিজয়ের দামামা বাজিয়ে যেতে হবে সানন্দে ।
গতি পথে আসবে নানান রকম ঝঞ্জা
শান্ত মননে শক্ত হাতে করে নিবে কব্জা ।
ঐখানেতে খুঁজে নিও স্বর্গের সুধা
সুখের বানে ভেসে যাবে অন্যায়ের বাধা ।
২০/০৯/২০১৩ ইং