পূর্ণিমার স্নিগ্ধ আলোর পরশে ছুঁয়ে ছিলে মন
এসেছিলে অমাবস্যায় প্রদীপ জ্বেলে, দিয়ে শিহরণ ।
বুক ভরা আশা নিয়ে, ভালোবাসার মায়ার বন্ধনে,
এঁকেছিলে নতুন স্বপ্ন পুলকিত নয়নে শূন্য বদনে ।
নকশীর আলপনা করেছিলে মনের সূতায়
ভালোবাসার স্মৃতি যেন স্বর্গলোকে দেখা যায় ।
হাজার পথ অতিক্রমে নেইতো কোন বাঁধা
থাকলে তুমি পাশে ওগো আমার মনের রাধা ।
পদ্ম ফুলে গদ্য হবে তোমার ভালোবাসায়
খুনসুটিতে কাব্য হবে সুখের তরী আসায় ।
মন যমুনায় জোয়ার এসেছে বইছে স্রোতের ধারা
সখি তোমার কোমল পরশে জেগেছে বসুন্ধরা ।
১২/০৯/২০১৩ ইং,