পড়ন্ত বিকেলে দুরন্ত ছেলে
উড়ন্ত মনে খেলা করে মাঠে
……………… ক্ষণিক সময়ের জন্য ।
ঘুমন্ত শহরে পুরানো স্মৃতিগুলো
সীমান্ত পেরিয়ে জেগে উঠে
……………… ক্ষণিক সময়ের জন্য ।
বাড়ন্ত স্বপ্নগুলো এগিয়ে চলে
দিগন্তের পথে নতুন সূর্য উঠে ।
অফুরন্ত সম্ভাবনার সোনার জমিনে
জলন্ত মনের আকুতি নিদারুণ কষ্টে ফুটে ।
ঝুলন্ত মতের বলি উন্নতির গণতন্ত্র
গরীব যে হয়ে আছে ভোটের যন্ত্র ।
হেমন্ত বার্তা বহে শীতের শুষ্কতার
বসন্তে প্রকৃতির রূপ সবুজ সজীবতার ।
……………… ক্ষণিক সময়ের জন্য ।
চলন্ত জীবনে আগন্তুকের আনাগোনা
ঘুরন্ত পৃথিবীর বুকে ক্ষণিকের জানাশোনা
……………… ক্ষণিক সময়ের জন্য,
……………… ক্ষণিক সময়ের জন্য ।