খণ্ড চিত্র শহরের সংকির্ণ গলিতে
আহার পড়ে না ছিন্নমূলের থলিতে ।
চলার পথে নিত্য রয় দুই ধারে
যা পায় তাই নেয় আকুতি করে ।
পথচারি কখনো ক্ষিপ্ত, আবার মুক্ত দান হস্ত
হরহামেশাই বিব্রতকর হয়ে ব্যাতিব্যস্ত
দেখার চোখ কোথায় ? বোঝার মন কোথায় ?
ওদের কথা বলার জন্য সময় কোথায় ?
স্বপ্ন ওরা দেখে না, স্বপ্ন ওদের দেখতে মানা
বাস্তবতার ঘানী টানতে টানতে ক্ষুধা দেয় হানা ।
দিন শেষে ওরা সেই ফুটপাতের ময়লা আবর্জনায়
ক্লান্ত শরীর নিয়ন আলোর অন্তরালে হেলায় ।
বিত্তের চিত্তে যবে হবে আঘাত
থাকবে না ওদের মন ভাঙ্গা প্রভাত ।
আশু সেই দিনের সন্ধ্যানি আলোর তলে
কত শত প্রাণ হারাচ্ছে অন্ধকারের অতলে ।
২০ জুলাই ২০১৮, ৫ শ্রাবণ ১৪২৫, ৬ জিলকদ ১৪৩৯, রাত ১ ০০ টা
কল্যাণপুর, ঢাকা ।