দাঁড়িয়ে আছে পথ শিশু ফুটপাতের ধারে
কিছুই কি করার নেই ওদের তরে ?
অসহায় ঐ মুখ দেখে মনটা বড় কাঁদে
গন্তব্য হীন ঘোরে ওরা ট্রেন বাসের ছাদে ।
ক্ষুধার জালায় হাতে পায়ে করে টানাটানি
কারো মনে দাগ কাটলে দিয়ে যায় সম্মানী ।
এহেনো ভদ্রলোক দেখলে ওদের যায় দূর দিয়ে
বাড়ির সামনে দেখলে পোষা কুকুর দেয় লেলিয়ে ।
এই কে কোথায় দেখছ না বস্তির ছেলে
তারা তারি বিদেয় কর থাপ্পড় দিয়ে গালে ।
গায়ে ময়লার স্তর শার্ট প্যান্টে শত তালি
ঝামেলা বাড়াতে আসে এসব খালি খালি ?
ওদের কথা এভাবে ভাবে এহেনো সুধী জন দিয়ে আধুনিক দর্শন
মিটিং মিছিল আর জন সভায় উদ্ধার করে উন্নয়ন ।
জৈবিক চাহিদার প্রয়োজনে হয়তো ভাবেনি ওদের জন্মদাতা
সমাজের নিয়ম মেনে হয়তো আলোতে আনতে পারেনি ওদের মাতা ।
ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ওদের সঙ্গী হয় কান্না
ক্ষুধার তাড়নায় দ্বারে দ্বারে দিয়ে বেড়ায় ধরনা ।
অন্ন খুঁজে আবর্জনার স্তূপে
এমন দৃশ্য দেখে হৃদয় ওঠে কেঁপে ।
পৌষের রাতে গায়ে দিয়ে চট
হেলে পড়ে পেলেই সুবিধা মত তট ।
মশার কামড়ে বুটের লাথিতে রাত কেটে হয় ভোর
নতুন দিনের শুরুতে ওদের গায়ে থাকে না জোর ।
ছেঁড়া ব্যাগে টুকিয়ে বেড়ায় ফেলে দেয়া পণ্য
যাহা কিছু জুটে বিক্রি করে খাবারের জন্য ।
এভাবেই অনাহারে অর্ধাহারে কাটে ওদের দিন
এ সবের প্রতিকারে নেই বুঝি কারো কোন ঋণ ?
দু’বেলা যাদের অন্ন জুটে না
তাদের তো বড় স্বপ্ন দেখতে মানা ।
কল্পনাতেও ভাবে না ওরা মানুষ হবে বড়
একটা নির্দিষ্ট গণ্ডিতে জীবন রয়ে যায় জড়সড় ।
অর্থের জন্য ওদের চোখে থাকে না কোন লাজ
বিবেকহীন মানুষ ওদের দিয়ে করে অনৈতিক কাজ ।
এদের জালে আটকা পড়ে ওরা হয় ঘৃণিত
টাকার পাহাড় গড়ে বিবেকহীন হয় নন্দিত ।
বই খাতা কলম থাকে ওদের থেকে দূরে
আলোর পথটা যায় না তাই ওদের ধারে ।
ওরা এভাবেই বেড়ে ওঠে সমাজের মাঝে
ওদের প্রতি নজর দিলে লাগতে পারে জনগনের কাজে ।
২১/১২/২০১৩ ইং,
দক্ষিন পাইকপাড়া ।