আম্র কাননে উষার গগনে
আকাশ ডাকে ভয়াল গর্জনে ।  
ব্যস্ত অফিসে নেই কোন কাজ
দল বেঁধে সবাই বাঙ্গালী হব আজ
পান্তায় কাঁচা লংকা
লবণ নিয়ে হালকা
কামড়ে দিয়ে পেয়াজ
অনুভূত হয় লংকা পেয়াজের ঝাজ  
এর গুণে উদাম গায়ে চাষী করে কাজ
ঠান্ডা জ্বরে তাদের মাথায় পড়ে না বাজ ।
পুষ্টি গুণে ভরপুর খায় তারা সকাল দুপুর
রমনায় বুলবুলির নু্পুর
বাজে নৃত্যের তালে  
অশ্বথ বৃক্ষের কোলে ।
বাংলার ঐতিহ্যবাহী গানে নাড়ির টানে
সকল জাতি স্বত্তাকে কাছে আনে ।
পানি ভাত থাকতে হবে সকাল বেলায়  
পহেলা বৈশাখে ধুম পড়ে লোকজ পান্তায় ।  


পহেলা বৈশাখ ১৪২২ বাংলা ।
১৪/০৪/২০১৫ ইংরেজি ।