ঐ নয়নে, ঐ বদনে, ঐ অঙ্গে অভিমানের নিরব ছায়া  
মনের অগোচরে বাঁধলে বাসা নিয়ে অধিকারের মায়া ।
সরলতার অগাধ জলে ভাসিয়ে খেয়া দখিনের পালে
প্রকৃতির অপার কৃপায় সখ্যতা, ভেলায় দোলে দোলে ।

স্নায়ুর অনুরণে নির্লিপ্ত তরঙ্গের আবেশে উদ্দীপ্ত শিহরণ  
দূর দিগন্ত পাড়ের নীলাভ রঙধনু মনে তুলে আলোড়ন ।    
নীলের ছায়ায় দৃঢ়তার বন্ধনে বিদগ্ধ কষ্টের আলিঙ্গন
সরলতার সাগরে ডুবে নিরব প্রস্থানে পার্থিব বন্ধন ।  

শৈশব স্মৃতির জানালায় তোমার সরব পদার্পণ  
অনুভবের আলেয়ায় স্বেচ্ছায় সুখের বিসর্জন ।  
ভালোবাসা তুমি অভিমান অধ্যায়ের প্রথম পাতা
এলোমেলো অংকে ভরে গেছে জীবনের খাতা ।  


০২:৪০ মিনিট, ৫ আগস্ট ২০১৯ ইং,
বৃহস্পতিবার, কল্যাণপুর, ঢাকা ।