অস্তিত্ব রক্ষায় জীবনের মোড়ে মোড়ে যোগ হয় নতুন মাত্রা  
ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কাজ থেকে যায় অপূর্ণ,তবু চলে নব যাত্রা।    
আকাশের নিচে সকলে স্বাধীন প্রকারান্তরে কেউ মুক্ত নয়  
কর্মের পরিধি বেষ্টিত একটা নির্দিষ্ট গণ্ডির মাঝে দিনাতিপাত হয় ।

মানব তার স্বীয় মান সম্মান খ্যাতি গৌরবে আনন্দ খোঁজে    
জীবন দিতে কুণ্ঠিত নয় যে পরিবার পরিজনের মঙ্গল কাজে।  
জাতীয় স্বার্থের তরে বীর বাঙ্গালী কুঁকড়ে গেছে ৭১ এর পরে  
দুর্বল নমনীয় স্বভাবে,মনে মনে আপনারে বড় ভাবে অন্যের উপরে।  

অর্থ বিত্ত চাই, বাড়ি চাই গাড়ি চাই, চাই সুন্দর ভবিষ্যৎ
যে ভাবেই হোক সম্পদ, নেই তো কৈফিয়ত।
চাই চাই এর তেষ্টায় অনিয়মে ছেয়ে গেছে দেশটা  
প্রতি বছর কাজ হয় তবু টিকে না চলাচলের রাস্তা টা।    

মাথা ভারি চাটুকারের কর্মে শিক্ষার আলো নিভু নিভু
প্রকৃত শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন হয় কি কভু ?  
পারিবারিক সামাজিক জাতীয় স্বার্থে প্রাণবন্ত অংশগ্রহণ  
অস্তিত্বের শেকড়ে মজবুত ভিত্তি, আশু সাফল্যের বাহন।

মিছে মায়ায় মরীচিকার ধাঁধায় ক্ষানিক সুখের জন্য  
অপরের সম্পদ লুটে দিনের আলোয়, অতি জঘন্য।  
প্রত্যেক হৃদয়ে উদ্ভাসিত হোক দেশ বোধের চেতনা  
অনিয়মের গণ্ডি ভেদে নৈতিক কর্মই হোক সকলের ভাবনা।    

বিশ্ব পরিমণ্ডলে শক্ত ভীত গড়তে মেধা মননে চাই তীক্ষ্ণতা
সকল পেষায় বাংলার দামাল ছেলের মিলবে উন্নত দক্ষতা।  
দেশ প্রেমে বলিয়ান নির্ভীক মন, দমে নাকো দুষ্টের ডামাডোলে
সৎ দৃপ্ত মনোবলে বলিয়ান প্রজন্ম আসবে বাংলা মায়ের কূলে ।    

নিজস্ব সংস্কৃতি ভাষা শিক্ষায় পিছিয়ে আর থাকব না
কেউ অস্তিত্বের শেকড় টানলে তাকে ছাড়ব না।
মেরুদণ্ড সোজা করে চলব, অন্যের ক্ষতি করব না
উন্নত সমাজ গড়তে কোন আপোষ করব না।

দেয়ালে পিঠ ঠেকে গেলে একদম ছাড়ব না।
আশেপাশে কে আছে ভাবনা না, দেখব না।
মিঠে কথার যাদু তখন শোনব না।
অস্তিত্বে আঘাত কিন্তু মানব না।


১৩ অক্টোবর- ২১ অক্টোবর, ২০২২ ইংরেজি
রাত ২টা ৪৫ মিনিট ।
টোলারবাগ, মিরপুর, ঢাকা-১২১৬ ।