সাগরের শীতল আর আবেগী ঢেউ গুলি
হাতছানি দিয়ে অনবরত ডাকে আমায়
বিষন্নতাগুলিকে ঐ ঢেউয়ে ভাসিয়ে দিতে
ভেজা বালুতে অবচেতন মনে হাটতে ।

ঊষা লগ্নে তাড়িত করে আমায় ঐ তীর
উত্তাল ঢেউয়ের সাথে সাঁতার কাটতে ।
পড়ন্ত বিকেলের সতেজ সজীব যৌবন
সাগরের শোভায় শোভিত অচেনা আগন্তুক ।

প্রত্যেকে ব্যস্ত অনাবিল শান্তির সাগরে
হিমেল হাওয়ার পরশে বিশুদ্ধ দম নিতে ।
গোধূলি বেলায় অস্তমিত সূর্যের সোনালি আভায়
চোখ প্রশান্তিতে ভরে যায়,
                বার বার ঐ দরিয়া ডাকে আমায় ।