ভালোবাসা রেখে গেলাম তোমার দোয়ারে
ইচ্ছে হলে কুড়িয়ে নিও হৃদয় ঘরে ।
সাধ আছে সাধ্যের বিন্দু ঘাটতি
তবুও বেড়ে যায় টান ভালোবাসার প্রতি,
ভাবের শক্তি নয়তো কম
ঘোরে ফিরে দেয় জখম ।
মন আছে এক আকাশ
তরঙ্গে হয় ভাবের বিকাশ ।
মনে জাগে উন্মুক্ত উড়ন্ত ভালোবাসা
বাস্তবের পদাঘাতে সম্মুখে নিরাশা ।
নির্মোঘ হৃদয়ে ভাব দিয়ে যায় দোলা
স্বপ্নময় কল্পনায় ভাসে আশার ভেলা ।
মানব প্রেম দেখে না বিত্ত বিভব
খাঁটি মনে প্রাণ পায় পরা বাস্তব ।
মোহ হীন প্রেম তোমায় দিলাম
অন্তরে বিষের জ্বালা নিয়ে নিলাম ।
ফোটাতে পারলে ফুল মরু উদ্যানে
পদযুগল চালিয়ো ভাবের সন্ধ্যানে ।
০৭ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ, ১৯/০২/২০১৬ ইংরেজি,