ওরে বরুণ
বিষয়টি করুন
জন্ম অসচ্ছল ঘরে
ক্ষুধার জন্য লড়ে
ভরা যৌবনে উর্বশী
তাকিয়ে দেখে প্রতিবেশী
চেষ্টা জীবন বাঁচাতে
অর্থের অভাব ঘোচাতে
কর্মের সন্ধানে ব্যস্ত
পরিবারের ভার ন্যাস্ত
মানুষ রূপী হায়েনার পাল্লায়
উর্বশী পথ হারায়।
হায়েনাদের আঘাতের ক্ষত
ওরা বয়ে বেড়াবে কত?
ক্ষতবিক্ষত অন্তর
গুমড়ে কাঁদে নিরন্তর।
চলতি পথের বাঁকে
হায়েনারা ফন্দি আঁকে।
কখনো মানসিক চাপে
কখনো অর্থের চাপে
উর্বশীর নত শিকার করে
বিকল মস্তিষ্কের অমানুষের দ্বারে।
হে মানুষ তুমি জাগ্রত হবে কবে?
সুন্দর কি ফিরবে না ভবে ?
ওরে বরুণ
বিষয়টি করুন
আবাদি জমি কম
ফুরিয়ে কৃষকের দম
আহারি পণ্য
আমদানির জন্য
দিবে চড়া দাম
হবে উন্নয়নের নাম।
পরশি না দিলে খাবার
কি দিয়ে করবে আহার?
ভাবার মস্তিষ্কে গোল আলু
কৃষি জমিতে পরছে বালু।
ঘুমিয়ে প্রজাতন্ত্র
উদ্ধারে নাই তন্ত্রমন্ত্র।
তোষামোদের ফল
জাতি হচ্ছে বিকল
শিক্ষায় অবনতি
অন্তরায় উন্নতি
অন্ত মিলের অভাব
হারাচ্ছে সদ্ভাব।
আমজনতা শান্ত
বাড়ছে দুষ্টের দৌরাত্ম্য।
ওরে বরুণ
বিষয়টি করুন।
৩ ডিসেম্বর,২০২৪ ইংরেজি , সকাল ৯:৫৬ মিনিট।