কানন জেগেছে আজ নন্দনে নন্দনে
ভোরের পাখি ডাকিতেছে আপন মনে ।
প্রাণের উল্লাসে ফুটেছে ফুল
ভাসমান তরী পাইয়াছে কুল ।
উদ্ভাসিত করিয়া জ্ঞানের দ্বার
মুষ্টি বদ্ধ করিবে বিজয় মনিহার ।
ওষ্ঠে থাকিবে বলিষ্ঠ বাণী
কর্মের দ্বারা ঘোচাবে গ্লানি ।
বলিষ্ঠ দেহে করিবে খেলা
ছিনিয়ে আনিবে সকল প্রতিদ্বন্দ্বিতার ভেলা ।
উদ্ভাবন করিবে নতুন প্রযুক্তি
পণ্ডিত ব্যক্তিরা করিবে শুভ উক্তি ।
নতুন প্রযুক্তির সদ্ব্যবহারে
এগিয়ে যাবে দৃপ্ত পদ ভারে ।
খুলিয়া দিবে নতুন দিগন্ত
জীবনের স্বাদ নিবে অফুরন্ত ।
আকাশে উড়াইবে যুদ্ধ বিমান
সমুদ্রে চালাইবে জল যান ।
ভিতরে করিবে মহড়া
সীমান্তে দিবে প্রহরা ।
দুর্জয়কে করিবে জয়
ইতিহাস রচিত হইবে অক্ষয় ।
নন্দিত নন্দনে জেগেছে কানন
আলোকিত হইবে তৃ-ভুবন ।