তুমি নওতো আমার নন্দিনী
চাঁদের আলোয় নিশি যাপিনী ।
চোখের সামনে থেকেও আড়ালে আজ
আপন স্বার্থ উদ্ধার করাই যে ছিল তোমার কাজ ।
সোনালি দিনে সবই দিয়েছি তোমায়
সেই ভুলে ভরা স্মৃতি এখন কাঁদায় ।
ভালবাসার যদি হয় এমন প্রতিদান
ক্ষোভে জমা হয় পর্বতসম অভিমান ।
এই হৃদয় ক্ষরণের কি ছিল কারণ ?
কখনও তো বলনি, করনি বারণ,
কষ্টের দামে তুমি কিনেছ সুখ
আমার এ মনে দিয়ে দুখ ।
এর নাম যদি হয় প্রেম হয় ভালবাসা
পিঞ্জরে পড়ে থাকে প্রাণহীন আশা ।
ভাংগা মন নিয়ে ভেসে বেড়াই
ক্ষণে ক্ষণে অতীত স্বপ্নে হারাই ।
১০/০৯/২০১৩ ইং,