সবুজ প্রকৃতি থেকে দূরে থাকার নাম নগর জীবন,
চিন্তা চেতনা কাজে কর্মে আধুনিকতার অপর নাম নগর জীবন,
সময়ের সাথে দ্রুত চলার অপর নাম নগর জীবন,
প্রচণ্ড গরমে গাড়িতে আটকে থাকার নাম নগর জীবন ।
স্রোতের বেগে সামনে যাবার অপর নাম নগর জীবন,
চোখের সামনে অন্যায় দেখে ও না দেখার নাম নগর জীবন,
মুখ বুজে জীবন সংগ্রাম করার নাম নগর জীবন,
টাকা দিয়ে সুখ কেনার অপর নাম নগর জীবন ।
লাজ লজ্জাহীন উন্মুক্ত চলা ফেরার নাম নগর জীবন,
নারীর ক্ষমতায়নের অন্তরালে পণ্য হিসেবে ব্যবহারের নাম
নগর জীবন,
শিশু শ্রম নিষিদ্ধ, অথচ শিশু শ্রমের অপার ক্ষেত্র নগর জীবন,
ধনী গরীবের স্পষ্ট পার্থক্য অবলোকন করার প্রকৃত জায়গা
নগর জীবন ।
চার দেয়ালের মাঝে বন্দি থাকার অপর নাম নগর জীবন,
মোহের টানে মরীচিকা পেছনে জীবন পার করার অপর নাম
নগর জীবন,
ক্ষুধার্ত মানুষ দেখে পাশ কাটিয়ে যাবার অপর নাম নগর জীবন,
দূষিত বায়ুর মাঝে দম নিয়ে বাঁচার অপর নাম নগর জীবন।