গোলক ধাঁধার এই ভূবনে নিঃসঙ্গতা
কুড়ে কুড়ে চিবিয়ে ক্ষয় করে মানবতা
কষ্টের চপেটাঘাতে বাড়ে সম্পর্কের দূরত্ব
তিলে তিলে দ্রবীভূত ভালোবাসার ঘনত্ব।
মানব মায়াজাল হারায় বাঁধনের ক্ষমতা
মস্তিষ্কের জারণে বিঘ্নিত বিচক্ষণ সমতা।
চারপাশে সব থেকেও নিঃসঙ্গতায় ভোগে
এমনও যে হতে পারে বুঝেনাতো আগে।
হাজারো মানুষের ভিড়ে হারায় যে সম্পর্কের নীড়
অর্থ বৃত্তের মাঝেও বয়ে চলে আপন নাও নিরবধির।
কূল কিনারা হীন তরীর বিক্ষিপ্ত চলা ধরিত্রী ইতি তে
ইচ্ছে সত্যেও পারেনা সাফল্যের মালা গাঁথিতে।
মনের মাঝে বয়ে চলা প্রচণ্ড বেগের সাইক্লোন
প্রতিমুহূর্তে লন্ড ভন্ড করে দিয়ে যায় অর্জিত গুণ
কখনো জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায় অথৈ জলে
রাতের আকাশের তারাদের সাথে অন্তরে কথা বলে।
বেলা বারোটা
১১ ই নভেম্বর ২০২২ ইংরেজি,
টোলারবাগ, ঢাকা ১২১৬।