নিষিক্ত বাস্তবতায় বিক্ষিপ্ত জন জীবন কিনারার খুঁজে
বৈশ্বিক প্রেষণে নীতিকে আটকে বুদ হয়ে মুখ বুজে ।
নৈসর্গিক চেতনায় মনোহরির যাতনায় উড়িয়ে মনের ফানুস
চাকচিক্যের আবহে ক্ষমতার লোভে হারিয়ে মনুষ্যত্বের হুশ ।
পার্থিব ভোগ বিলাসে মত্ত, বিলীন করে আপন শেকড়ের স্বত্ব
চাটুকারিতায় মোড়লের নজর কেড়ে লুকিয়ে সকল ভেজাল তত্ত্ব ,
হিংস্রতার থাবা ছড়িয়ে দিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লোকালয়ের ঘাটে,
মাথা উঁচু করে দাঁড়াবি কবে ? একটু ভালো করে বাঁচবি ভবের হাঁটে ।
বাতাসে বিষ, খাদ্যে বিষ, ডাক্তারের ছুরিতে অনৈতিক রক্ত
অল্পে তুষ্ট বাঙ্গালির পেছনের দেয়াল শোষণে হয়েছে শক্ত ।
চাই চাই খাই খাই এর মূল উৎপাটনে এগোবি কি ধুম্রজাল ছিঁড়ে ?
সাম্যের জয়গানে সুন্দর হবে সুশীতল আপনালয় ঘিরে ।
২৫/০৭/২০১৯ ইং,
রাত ১ঃ২০ মিনিট। কল্যাণপুর, ঢকা ।