নির্লিপ্ত প্রেমের অমোঘ ভালোবাসায়
হিয়ার ইন্ধনে বন্ধনে জাগে চর অববাহিকায় ।
হৃদ কুঠরে ক্ষণে ক্ষণে বাজে দুখের বাঁশি
ইচ্ছেঘুড়ি স্বপ্ন গুলি উড়ে চলে রাশি রাশি ।
অন্তর দ্বন্দ্বে বিপরীত মেরুতে আড়ি
অধরা সুখ নদী সাতরিয়ে দেয় পাড়ি ।
স্বত্বার স্বীয় ক্ষরণে তিক্ত ত্যাগে গড়ে বাড়ী
সুখের বাগান সাজায় ঘরে মহীয়সী নারী ।
এইতো কটা দিন তোমার ভালোর জন্য
কেটে যাবে ব্যস্ত সময় প্রেমে অনন্য ।
গোলাপের বাগানে রেখো না সংশয়
দিব্যি চালিয়ে নেব এতো আগামীর প্রত্যয় ।
সকল কিছু করে পিছু সুখের তরে
কোমলতার স্পর্শ স্থবির সমঝোতার দ্বারে ।
স্বপ্ন পূরণের অঙ্গীকারে চলো আলোর পথে
অদৃশ্য বন্ধনে আগলে রাখব জীবনের সাথে ।
২৬ ডিসেম্বর, ২০১৯ ইং,