জ্যোৎস্না রাতে আকাশের দিকে তাকালে
ছোট ছোট দুঃখ কষ্ট গুলি কেমন করে যেন
হারিয়ে যায় অজানা আবেগে, ঐ দূরের নীলিমায় ।
অভিজ্ঞতার ঝুড়িতে সজ্জিত ব্যথা গুলি যখন
আয়নিক বন্ধনের মত ছুটাছুটি করে স্থির
তখন, বাহারি ফুলের সৌন্দর্য আর সৌরভে
চিন চিন অনুভুতি গুলি সঙ্গ ত্যাগ করে
কোমলতার সান্নিধ্যে, যেখানে হর্ষ বিষাদ
এক সাথে হাতে হাত ধরে এগিয়ে যায় ।
ডোবার পানিতে পদ্ম ফুলের নির্মল হাসি
আবেগাপ্লুত করে শিশু কিশোর বৃদ্ধ সবাইকে ।
আকাশ থেকে গুচ্ছ গুচ্ছ রঙ নিয়ে ভেসে বেড়ায়
নীল পদ্ম, তাই ওর প্রতি আকর্ষণের মাত্রাটা একটু বেশি,
কম বেশি প্রত্যেক নর নারীকেই দেখা যায় ঐ আকর্ষণের
নিবিড় সংস্পর্শে যেতে নীলের সুবাসে সুভাষিত হতে ।
এ এমন এক অদৃশ্য বলয় যার ভেতরে গেলে
চূর্ণ হয়ে যায় পার্থিব জীবনের স্বাদ-আহ্লাদ ।
ভেঙ্গে যায় লালিত ভালোবাসার দেয়াল
হৃদয়ে জমে থাকে অবাঞ্চিত সব স্মৃতি ।
নীল পদ্ম দুলতে থাকে তার আপন খেয়ালে
মনের ময়লা ক্ষয়ে যায় আঁখি জোগলের জলে,
পোড়া মনে শান্তির প্রত্যাশার ডালা নিয়ে ।


১৬/০১/২০১৫ ইংরেজি, রাত ১২:৩৭ মিনিট ।
কল্যাণপুর, ঢাকা-১২০৭ ।