দূর আকাশ নীল দেখে নেত্র
বিষন্ন দুয়ার নীল মানব মনের ক্ষেত্র ।
সমুদ্রের পানি নীল অবাধে চলে মৎস
বেদনার রঙ নীল কাঁদে মনুষ্য ।
ফুলের পাপড়ি নীল সু গন্ধের আধার
ময়ূরের পেখম নীল সুন্দরের বাহার ।
নীল রংয়ের পোশাকে রমণীর চাপা সুখ
নীল নীল নীলের মাঝে খোঁজে ফিরি প্রিয় মুখ ।
নীলের মাঝে শান্তি খুঁজে শান্তি প্রিয় মানুষ
ধরার বুকে সুখ ফেরাতে ক্লান্তিতে তারা বেহুঁশ ।
এরা থাকে অন্তরালে নীলের কাছাকাছি
কাগজ কলমে খেলে কানামাছি ।
কখনও তারা পেয়ে যায় নীলের অমৃত সুধা
নীল বর্ণ শব্দের গণ্ডিতে এদের কর্ম বাঁধা ।
০২/০৮/২০১৩ ইং,