নীলিমা তোমার বাহারি রূপের ডালে
রসহীন মায়াবী আকর্ষণে হৃদয় দোলে ।
নিত্য নৈমিত্তিক আবেগের পসরা সাজে
অবসাদে তোমার কোলে আশ্রয় খুঁজে ।
প্রতি নিয়ত ছন্দ পতন ভালোবাসায়
প্রেমের পূজারী ভাবের সাগরে হারায় ।
দূর পানের অদূর দৃষ্টিতে চেয়ে দেখ
নিরব সুখের আচ্ছাদনে ঢেকে রাখ ।
তোমার বক্ষে হরেক রঙের মেঘের ঘণ্টা,
কান্নার ভেলায় প্লাবিত পবনের বর্ণচ্ছটা ।
অশ্রু জলে পরিষ্কার কর জমে থাকা জ্বালা
আবার, পুনরায় ধারণ কর সুখ দুঃখের ভেলা ।
২৭/১১/২০১৫ ইংরেজি ।
১২:৩৭ মিনিট (দুপুর)