পিঞ্জরের ব্যথা পিনপিনিয়ে বাজে
অন্তরায় কিঞ্চিত তারতম্যের ভাঁজে ।
অন্তরার মিলে সুমধুর ছন্দে গান
অমিলে হারায় গীতিকারের মান ।  

নাহি যায় বলা, নাহি যায় সহা  
অমাবস্যায় অস্থি মজ্জার প্রদাহ ।  
নিরেট কষ্ট পথ চলা তুমি বিহনে
শান্তির তরে এগিয়ে যাওয়া সঙ্গোপনে ।

সদা চলে সুখের সন্ধান ভুবন পাড়ে
সুখ পাখি উড়ে আসে আনমনে দ্বারে ।  
স্থিতি দেয় না সে, অলক্ষ্যে রয় অদূরে
আশা নিরাশায় ঢাকা থাকে মনের ঘরে ।

খুঁজে খুঁজে শান্তি মেলে নাকো প্রশান্তি
ক্ষণে ক্ষণে বেড়ে যায় রাজ্যের ভোগান্তি ।
বিষম ব্যথায় কাতর প্রাণ অস্থির ভাবাপন্ন
অনিশ্চিত ভবিষ্যৎ বিষণ্ণ জীবন প্রতিপণ্য ।


সময় রাত ১ টা ১৫ মিনিট । ভালুম,ধামরাই,ঢাকা ।
৩০ সেপ্টেম্বর ২০২০ ইং, বুধবার ।