চন্দ্র সূর্য গ্রহ তারা
পাহাড় পর্বত নদী নালা,
সুপেয় পানির ঝর্ণা ধারা
স্রষ্টা সৃষ্টি করে দিয়েছেন মানবের জন্য
করেছেন জীবন যাপনের পরিপূর্ণ বন্দোবস্ত ।
রহমত বর্ষণ করছেন জাতি বর্ণ নির্বিশেষে
মানব কূল যেন নতজানু করে তাঁর কাছে ।
গাছপালা তরুলতা
নানান প্রকারের প্রাণী
ফসলের উর্বর জমি,
হাজারো নেয়ামত দিয়েছেন আমাদের রব
আমরা যেন তাঁর ধ্যানে নিত্য করি কলরব ।