ধরার মাঝে দ্যুতি ছড়িয়ে আসবে কবে ?
রুদ্ধ তার দ্বার খুলে মুক্তির আনন্দে ভাসবে সবে ।
আর যে সইছে না মনের জ্বালা
কত দূরে আছে তোমার পালতোলা ভেলা ?
নিম্নচাপের পূর্বাভাসে বুক কাঁপে দুরু দুরু
শক্ত হাতে বৈঠা ধরে যাত্রা কর শুরু ।
তীরের উপর আছড়ে পড়ে বড় বড় ঢেউ
অসহায়দের উদ্ধারে নেই সমাজপতির কেঊ ।
গোলাকার ডিম্বাকার টেবিলে নীতি কথার ধুম
বিবেক বর্জিত মানুষ ছুড়ে গণতন্ত্রের উপর বোম ।
সত্য কথা বললে রাতের অন্ধকারে গুম
এই হচ্ছে সভ্য সমাজের ডিজিটাল হোম ।
সৎ পথে চললে সর্বদা নির্যাতন হয় সঙ্গী
মন্দের মাঝে থেকে, কি করে অন্যায়ের দেয়াল ভাঙ্গি ?
কবে তুমি আসবে বল ঘোনে ধরা এই দেশে ?
সত্য ও ন্যায়ের দ্বীপ্ত প্রতিজ্ঞায় মহৎ নেতার বেশে ।
দক্ষিন পাইকপাড়া,
০৯/১২/২০১৩ ইং,