শিশিরের শীতল কোমল পরশে
তোমায় আলিঙ্গনের হৃদ্য হরষে
বহুকালের অতৃপ্ত বাসনার অবসান
তৃষিত হৃদয়ে শিশিরের অনুদান ।
স্বল্প সময়ের অতিথি জগৎ সংসারে
সম্যক জ্ঞাণে পরিপাটী আপন পরিসরে ।
নরম হাতের ছোঁয়ায় রাঙ্গাও বাসর
উচ্ছ্বল পূর্ণতায় তৃপ্ত জৈবিক আসর ।
প্রেম আদরে মত্ত বাহুডোরে
দিশা পায় উড়কু ভবঘোরে ।
সতত সাড়া তোমার আহ্বনে
নস্যি জীবন আত্মিক তুমি বিহনে ।
কল্যাণপুর, ঢকা,
৫/১২/২০১৭ ইংরেজি ।