আযানের সুমধুর ধ্বনি
কর্ণ থাকতে না শুনি ।
মহান আল্লাহ্র দেয়া সহজ সরল বাণী
জগৎ সংসারের ভিড়ে না মানি ।
শয়তান ভাল কাজে দিচ্ছে আড়ি
পাপের বোঝা দিন দিন হচ্ছে ভারি ।
সৎ সঙ্গ সৎ কাজ বড়ই কঠিন
যুগের তালে হচ্ছি দীনহীন ।
এই কায়ার মিছে মায়া পারলে ত্যাগ কর
নবী রাসূলের দেখানো পথে সমাজটাকে গড় ।
ইচ্ছা শক্তি পারে সরল পথে চলতে
আল্লাহ্র দেয়া বিধানে জীবনটাকে গড়তে ।
নামায, রোজা ও কোরানে দেখ আলোর বিচ্ছুরণ
হৃদয়ে বেজে উঠবে মুক্তির আলোড়ন ।
ভাল কাজের মাঝে নিজেকে শামিল কর
আল্লাহ্র দেয়া জীবন বিধান শক্ত করে ধর ।
ইহাতেই নিহিত আছে শাশ্বত মুক্তির বার্তা
মহান আল্লাহ্ আমাদের পালন কর্তা ।