মুক্তিযুদ্ধ , মুক্তিযোদ্ধা মনে স্বপ্ন
একটি স্বাধীন সার্ব ভূমি , একটি পতাকা, একটি দেশ ।
যেখানে রাখাল বালক সবুজের মাঝে
খেলা করবে মুক্ত বিহঙ্গের মত ।
যেখানে শিশুরা শৈশবের দুরন্তপনায় মেতে উঠবে,
স্কুলে যাবে সহপাঠীর সাথে হাসিমুখে ।
যেখানে মাঝি মনের সুখে গান গাইবে ভাওয়াইয়া ভাটিয়ালি,
যেখানে দিন মজুর তার পরিশ্রমের ঘাম ঝরাবে নির্ভয়ে ।
যেখানে থাকবে না অন্যায় , দুর্নীতি, হত্যা, মারামারি ।
যেখানে থাকবে শুধু নির্মল শান্ত আবহ সবার তরে,
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে ।
এমনই ব্রতী নিয়ে আম জনতা করেছে লড়াই,
পদে পদে বিপদ মাথায় নিয়ে
সম্মুখ পথে চলা স্বপ্নের সিঁড়ি বেয়ে ।
পথি মধ্যে অনেক সাথী হয়েছে শহিদ, অনেকে জখম,
অনেকে হারিয়েছে তার সর্বস্ব মাতৃভূমির তরে ।
অনেকে বুকের ব্যথা মুখে না বলে
নিভৃতে চলে গেছে পর পারে ।
বীর জনতার রক্তে হয়েছে জন্মভূমি লাল
তবুও দমেনি ওরা স্বাধীনতার তীব্র আকাঙ্খায় ।
হায়ানা, রাজাকার, আলবদরদের চূর্ণ করে বাহু বল
সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা হয়েছি সফল ।
এমনই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে
লাখো মানুষের তাজা রক্তে পেয়েছি একটি পতাকা,
স্বাধীনতা, আমার প্রিয় জন্মভূমি ১৬ ডিসেম্বর ১৯৭১ ।