সবাই একদিন চলে যায়
তুমি এভাবে চলে যাবে
একরাশ কষ্টের বুঝা নিয়ে
ভাবনার আকাশে ছিল না ।

ভাঙতে পারিনি ঐ জড়তার শেকল
শৃঙ্খলিত নিয়মের বাহু ডোর ।
কাছ থেকে শুধু কষ্টটাকে দেখেছি
আর, অন্তর অনলে পুড়েছি ।

কোন এক দেয়ালের আবদ্ধ হয়ে
নিরবে যন্ত্রণা গেছি সয়ে ।
বলতে পারিনি না বলা কথা
মৌনতায় রয়ে গেছে বুকের ব্যথা ।

মন যে মানে না হাজারো বারণ
চিন্তায় ক্ষয়ে যাচ্ছে মস্তিষ্কের নিউরন ।
তোমার সাথে আর হবে না দেখা,  
নিভৃতে অন্তর কাঁদে একা একা ।


০৩/০২/২০১৫ ইংরেজি,
কল্যাণপুর, ঢকা-১২০৭ ।
সকাল ১০:১২ মিনিট ।