পদ্মা পাড়ে প্রাতঃভ্রমণে পদযোগল
ক্লান্ত কায়া হিমেল হাওয়ার পরশে শীতল ।
বট বৃক্ষ শাখায় কাঠবিড়াল করছে খেলা
পাখিকুলের সরব শব্দে যায় বেলা ।
উদিত সূর্যের আভায় বিলীন পশ্চিমাকাশের চাঁদ
ধীরে ধীরে নজরে পড়ছে পদ্মার বিস্তর বাধ ।
মাঝির নাও বয়ে চলে জীবিকার তাগিদে
নয়ন জোড়ায় বালু চর শোভিত নান্দনিক নদে ।
ছল ছল জলে কল কল ধ্বনি
শান্ত প্রকৃতিতে স্বপ্নের জাল বুনি ।
তপ্ত রোদে বালু চর হয় সাদা
চলার পথে লেগে যায় ধাঁধা ।
০৬/১১/২০১৭ ইংরেজি,
রাজশাহী ।