পলক পড়েনা ও চোখের দৃষ্টিতে
মুগ্ধ তায় বিহ্বল ও রূপের সৃষ্টিতে ।
মায়া ভরা অঙ্গ, ডাগর কালো চোখ
গড়ন অতি কোমল, কমলা র ন্যায় মুখ ।
নরম হাতে রেশমি চুড়ির কঙ্কণ শব্দ
ঐ ধ্বনি তে এ মন করেছ জব্দ ।
আলতা পায়ে নুপুরের নিক্বণ
সারাবেলা হৃদয়ে তুল শিহরন ।
হাসির ফুলঝুড়িতে দেখতে লাগে বেশ,
ডাগর কালো লম্বা তোমার মাথার কেশ ।
ক্ষণ হচ্ছে নিবারণ তোমার প্রেমের আঁচে,
জাদুকরী কথার ছন্দে নাকের নোলক নাচে ।
১৯ জুন ২০২০ ইং, ৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ,
২৬ শাওয়াল ১৪৪১ হিজরী, ভালুম, ধামরাই, ঢাকা ।