অন্ন প্রসন্নের অনিশ্চয়তায় অর্থের অভিলাষ
জ্ঞান প্রজ্ঞা মনুষ্যত্বের বিসর্জনে জাতির সর্বনাশ !
পয়সার প্রাচুর্যে বিলাসিতার মিছে মায়া
অপরিপক্ক পাণ্ডিত্য উন্নতির পথে কালো ছায়া ।
নিরব হতাশায় ক্ষয়িষ্ণু বিবেক লিপ্সার সাথে
তেজ দীপ্ত ইতিহাসের দহনের মালা গাঁথে ।
অঙ্কুরিত ফুল প্রস্ফুটিত চাপা অভিমানে
সৌরভে শোভিত হবে কি জাহান পরবর্তী ক্ষণে ?
হাজারো শুভ চেতনা ঘোরে দ্বারে দ্বারে
বাস্তবতার কষাঘাতে হোঁচট খেয়ে পড়ে ।
চারিদিকে উদ্বেলিত নিরুত্তাপ শান্তির ধারক
সমন্বিত কর্মই জগতে উন্নতির বাহক ।
৩ ৫৭ মিনিট
৫/৮/২০১৭ ইংরেজি ।