একটা মন দেবে মন  
হাসবে খেলবে সারাক্ষণ
রইবে সাথে মিলেমিশে
ভালোবাসার ভ্রমণ বিলাসে ।  

একটা মন দেবে মন
মায়ায় ভরা সদা শান্ত  
সদা প্রাণোচ্ছল সদা চঞ্চল
সদা কর্মে দেবে বাহুবল ।  

একটা মন দেবে মন
মনের ভাষা বুঝবে
অসঙ্গতিতে আপোস করবে,  
মধুর বন্ধনে মন ভরাবে ।

একটা মন দেবে মন
প্রাপ্তিতে হবে আত্মহারা ।
স্রষ্টার ডাকে দেবে সাড়া
সাজাবে আপন বসুন্ধরা ।

একটা মন দেবে মন
কোমল নমনীয় প্রসারিত
একটা মন দেবে মন
গড়িতে ভিন্ন ভুবন ।


২৮/০৭/২০১৩ ইং,