দূর দূর বহু দূর চলে গেছ তুমি
সবুজ অরণ্যকে করে মরুভূমি
তৃণ কূল হারিয়ে সজীবতা
জীবনে নিয়ে আসছে অস্থিরতা ।
সুখ পাখির ডানা ছিঁড়ে ফেলে দিলে
অন্তরটাকে শুধু যতনে তুলে নিলে ।
নিথর খাঁচাটা পড়ে আছে তপ্ত মরুর বুকে
বেদনার বাতাস বইছে চারিদিকে ।
অরণ্যে কোকিল আর গান গায় না
ডানা মেলে বুনো হাঁস খেলা করে না ।
অতিথি পাখির দল ভুলে গেছে পথ
ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে জীবন রথ ।
মূল্য যদি নাই দিবে নিখুঁত ভালোবাসার
কেন খর্ব কর অন্যের অধিকার ?
নীল আকাশ ঢেকে গেছে কাল মেঘের আড়ালে
মিছে মায়ায় কেন জড়ালে ?