দয়াময় দয়ার সাগর পরম করুণাময়
জীব জন্তু তৃণ গুল্মের বিচরণ জগৎময় ।
চক্রাকারে চলে প্রত্যেকের পরিক্রমা
মানবের শত ভুলেও তিনি করেন ক্ষমা ।
ন্যায়ের পথের দিশারী আলোর আধার
বিধান রেখেছেন দুষ্টের কষ্টদায়ক প্রহার ।
ধরাতল অগণিত নিয়ামতে করেছেন পরিপূর্ণ
দম্ভ অহংকারীর অহংকার ভেঙ্গে করেন চূর্ণ ।
জীবন বিধান দিয়েছেন বন্ধুর দ্বারা
সরল পথে শান্ত সুশীতল বসুন্ধরা ।
তিনি অতি পরাক্রমশীল সূক্ষ বিচারক
মুমীন মুত্তাকী আল্লাহ্র বিধানের বাহক ।
তিনি এক চিরঞ্জীবী চির শাশ্বত
মানবের হিতে ব্যাকুল শতত ।
চারিধার বেষ্ঠীত করেছেন অপরূপ সৃষ্টিতে
বিচার দিনে পার হবে তাঁর বিধানের কৃষ্টিতে ।
০৫:৩০ মিনিট ।
২০/০৫/২০১৬ ইং,