লাল সবুজের পতাকা আমার ভায়ের রক্তে রঞ্জিত
স্বাধীন দেশের মিছিলে ছাত্রীরা কেন লাঞ্চিত?
বিবেক গিয়েছে দাদার বাড়ি, মানবতার গলা টিপে
দিনে দিনে বয়স হয়েছে বলছি না কথা মেপে।
  
কথার ধারে কেটে যাচ্ছে ধৈর্যের যত বাঁধ
মায়ের কোলে ঘুমাবে ছেলেটার ছিল সাধ
ঘুমিয়ে গেছে চিরতরে জাগবে না কোন দিন
রক্ত দিয়ে বাড়িয়ে গেছে জনগণের ঋণ।

বুক চেঁতিয়ে দাঁড়িয়ে জাব নীতির আকাশ তলে
জানি যে আমি গরম তাপে বরফ ও যায় গলে।
লক্ষ তরুণের চেতনার শব্দ শোনতে কি তুমি পাও?
সব বুঝেও উজানের দিকে বাইয়ো না তোমার নাও।

গলবে কি তোমার পাষাণ হৃদয় আলোকিত দেশ গড়তে?
মেধা ও মননে অন্যের সাথে সমান তালে লড়তে।
ইতিহাসের রঙ্গিন অধ্যায়ে রবে চিরকাল
উচ্ছন্নে না গেলে জনগণের জান মাল।

ভালো থাকুক আমার বাংলা সবুজের সমারোহে
নতুনের কেতনে মেধা বাড়ুক বাংলার সাবলীল প্রবাহে।
প্রতিদিনের শপথে বলি বাংলাকে ভালবাসি
মায়া আর ভালোবাসায় হাসবে তুমিও আনন্দের হাসি।  


১ আগস্ট ২০২৪ ইংরেজি, সকাল ৯টা ১০ মিনিট।
বৃহস্পতিবার।