কিছু কথা ছিল তোমাকে বলার
সেই ক্ষণ এখনো হয়নি আমার ।
হবে না হয়তো কোন কালে ,
বন্ধন কি ছিল শুধু বন্ধুত্বের জ্বালে ?
অন্ধকারে ভাবনাটা প্রকট হয়
কিছু প্রশ্নের উত্তর হয়না জগৎ ময় ।
জীবনের গাড়িতে একটার পর একটা চাকা
সংযোগ করতে করতে বন্ধন হয়ে গেছে ফাঁকা ।
তুমি হয়তো ভুলে গেছ সে দিনের স্মৃতি
ব্যস্ততায় বেড়ে চলছে চলার গতি প্রকৃতি ।
মাঝে মধ্যে পূর্ণিমার অর্কে
সুর আসে কিছু শব্দ বাক্যে ।
সংসারের চাহিদা পূরণের নেশায়
আকাঙ্ক্ষা শুধু ধাবিত করতে শেখায়,
সময়ের প্রয়োজনে সম্পর্কে জড়াতে শেখায়
জীবন জীবনের তাগিদে বয়ে চলে আধুনিকতার ছোঁয়ায়
দূরত্ব লম্বা হতে হতে একদিন অন্ধকারে হারায় ।
কেবা রাখে কার খবর সীমানার ওপারে ?
ধরিত্রীর এ অপার খেলা মায়াময় সংসারে ।
সুপ্ত কিছু ভালোলাগা থেকে যায় অগোচরে
সম্পর্কের শেকড় বাড়ে অদৃষ্টের হাতটি ধরে ।
০৯ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ,
২১/০২/ ২০১৬ ইংরেজি ।