অবারিত আলোর ভুবন ছেড়ে পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে
নিজস্ব চিন্তায় অভিমানের পাল্লাটা ভারি করলে ।
ইচ্ছে ছিল অনেকটা পথ একই সাথে পাড়ি দিব,
সব ইচ্ছে কি আর মানুষের পূরণ হয় ? হয় না !
জান কি ? তোমার অনুপস্থিতিতে শূন্যতা চারপাশে
এ যেন গহীন অন্ধকারে ভীষণ একাকীত্বের মাঝে
আলোর জন্য উদ্বেলিত এক কাতর প্রাণ ।
জানি, অনেক বড় একটা আঘাত পেয়েছ
যার জন্য প্রতি নিয়ত অন্তরে রক্তক্ষরণ হয় ।
হারিয়ে গেছে আপন স্বত্ত্বা তোমায় ভালবেসে,
তোমার দেয়া আঘাত নিতাম হেসে হেসে,
কখনো কি বুঝতে পারোনি দুঃক্ষ বোধে অস্থির চিত্তকে ?
সৃষ্টির সেরা জীব মানুষ, বিবেক বুদ্ধিতে বলিয়ান
ভুল হলে মানুষ শুধরে নিতে চেষ্টা করে ।
তোমার মত করে অনেক চেষ্টা করেছি,
হতে পারিনি তোমার মত সুন্দর মনের মানুষ ।
জীবনটা এখন একটা ফানুসে রূপ নিয়েছে ,
ব্যর্থতায় ছেয়ে গেছে আপন কক্ষ পথ ।
আলোড়নহীন এক বিদগ্ধ হৃদয়
দু’ দন্ড শান্তির জন্য ব্যাকুলতায় তরপাচ্ছে ।
কিছু কিছু ভুল হয় শোধরানো যায় না
যার ক্ষত বয়ে নিয়ে চলতে হয় ।
এমন ভুল জীবনকে নিঃশেষ করে দেয়,
ক্ষমা মানুষ কে মহৎ করে, আলোকিত করে জীবন ।
একটি বারের জন্য কি তুমি পারনা
ক্ষমা করে নতুন করে সব কিছু সাজাতে ?
একটি বার শূন্য থেকে শুরু করে দেখ ।
আবিষ্ট প্রাণের আকুতিতে তুমি,
তুমি ছাড়া বিলীন আমার ভুবন ।
আমার হিয়া, হিয়া বনে ফিরুক দ্বীপ শিখা নিয়ে
সকল ক্লেশের নিবারণ হোক এই প্রত্যয়ে ।
তোমার ফেরার অপেক্ষায় অভাগা,
ব্যর্থ, নিঃস্ব, ধরার বুকে ক্লান্ত এক ক্ষয়িষ্ণু হৃদয়,
তুমি ফিরলে তবেই মিলবে আলোর পথ,
শান্তির ছায়াতলে প্রশান্ত হবে প্রাণ
আমৃত্যু যেন রেখে যেতে পারি তব মান ।
২৫ আগস্ট ২০২০ ইংরেজি,