ও মাঝি তোর বৈঠা আমায় দে
বর্ষণের ধারায় আমায় বাইতে দে
ডাঙ্গায় ফোঁটা পদ্ম তুলব
এসেছে ক্ষণ বিলে তরী বাইব ।
গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটায় শান্ত চারিধার
গ্রাম বাংলায় ছড়িয়ে আছে রূপের আধার
বাহারি বর্ণে, শৈল্পিক গঠনে মন মুগ্ধকর
দিগন্তের এপার ওপার সবুজের সমাহার ।
ও মাঝি উড়িয়ে নে তোর নৌকার পাল
দুর্গম পথ পারি দিতে হবে ছাড়িস না হাল ।
ভাটির গান গাইয়া চলরে আপন বেগে
উঠানে ফিরলে ভরবে বুক অকৃত্রিম সোহাগে ।
কাদাযুক্ত পথে বন্ধুদের দ্বৈরথ
অপরের উপর ভর করে ফুরায় না পথ ।
অতি শান্তিতে ভর করে দুঃখের ছায়া
যৌবনে তাড়নায় বুঝা দায় মিছে মায়া ।
২৮/৫/২০১৬ ইংরেজি ।