তোমার প্রেমে সবাই খাচ্ছে হাবুডুবু
গভীর ভালোবাসার টানে ওদের জীবন নিভু নিভু
সকাল বিকেল সন্ধ্যা তোমায় নিয়ে ব্যস্ত থাকে ওরা
সমাজের কোন কাজে দেয় না সারা ।
রঙিন দুনিয়ার রাজা ভাবে একা একা
প্রেমের রাস্তাটা কেন আঁকা বাঁকা ?
জীবনের সাথে দিচ্ছে ধোঁকা
মস্তিষ্কের রেখা গুলি চালায় আপন নৌকা ।
ফুলের গন্ধে ব্যাকুল মায়াবী
এতো কোমলতার নির্ভেজাল প্রতিচ্ছবি ।
সাদা মনের সরল কামনা
অলক্ষ্যে থেকে যায় কত বাসনা ।
৩১/০৭/২০১৬ ইংরেজি