কেউ করে হরিলুট কলমের খোঁচায়
কেউ বা কম্পিউটারে বাটন দাবায়,
গরীবের ঘামে জড়ানো টাকা
থলি ভরে দিচ্ছে গা ঢাকা ।
চতুর চাতুরতায় করে হীন কর্ম
মানে না কোন জাত পাত ধর্ম ।
অর্থের মোহে জন্মভূমি করে পর
গড়ছে অন্য ভূমে স্বপ্নের ঘর ।
গুটি কয়েক আমলা হয়ে যায় কামলা
সাধারণ অন্নে ভরে না ওদের গামলা ।
চাই বাড়ি চাই গাড়ি চাই অর্থ বিত্ত
যত পায় তত চায় ভরে না চিত্ত ।
পরবাসে আগাছা হয়ে কি সুখ তুমি পাও ?
জীবন সায়াহ্নে এসে অপর কে তরী দাও
কি এমন প্রাপ্তি আছে তস্করি দানে ? যদি,
মাটি মানুষের সাথে ও চোখ মেলাতে না জানে ।
সকাল ৮টা ৫৮ মিনিট, শুক্রবার,
২৭ মার্চ ২০২০ ইং, ঢাকা ।