তৃষিত অন্তর কামনায় উন্মত্ত
নীতির জালে আবদ্ধ অভিলাস,  
পুঞ্জীভূত শক্তি রুপান্তরের চেষ্টায়
উদগীরণের অপেক্ষায় সুপ্ত লাভা ।  

উত্তপ্ত লাভা মানে না বারণ  
অবারিত ভুবনে যষ্ঠির অবগাহন ।
নিরুত্তাপ আবহে উত্তাপের হাতছানি
প্রখড়তা পশমিত,অবনীর শীতলতায় ।    

স্বীয় দর্পে নিমিষেই করে বিলিন
নতুন রূপে সাজে বুভুক্ষ প্রকৃতি,
সুশীতলের প্রবাহিত শান্ত ধারা    
উদগীরণের প্রহরগুণে  অবিরত ।    

  
১৯২৫ মিনিট ।
১৩/০৬/২০১৮ ইং, বুধবার ।
২৭ রমজান, ১৪৩৯ হিজরী, ৩০ জৈষ্ঠ,১৪২৫ বঙ্গাব্দ ।