মুক্ত চিন্তার মানদন্ডে  
তুমি ছিলে না কেউ,
হতে পারো না কারো
সময়ের অবগাহনে লাস্যময়ী ।  
তুমি খরস্রোতা বহমান নদী  
সঙ্গী করে নিয়ে যাও
জলের অনিন্দ্য ছলে  
যেথায় যাকে পাও,      
ক্ষুধার তাড়নায় গিলে
ফেলে দাও অচেনা বালুচরে ।  
তোমার অনেক তৃষ্ণা
জলের মাঝে থেকেও
তেষ্টার চাহিদা মিটে না ।  
তৃপ্তি খোঁজ ঘুরে ঘুরে
সুখ আনবে ঐ নীড়ে ।
উড়ে যাও যেথায় তোমার সাধ
গতি পথে দেখ না কোন বাধ ।  
পাখার দাপট ফুরাবে যখন  
গায়ে ধরবে ভয়ের কাঁপন ।
বিচলিত হবে সময় গড়াবে  
মধুর ক্ষণ ফিরে নাহি পাবে ।
না পাওয়ার বেদনায় তখন  
থাকবে না কোন সান্ত্বনা
সাগরের বিশাল জলরাশিতে
ও চোখের জল বিলীন হয়ে যাবে
হারাবে অস্তিত্বের অতলে,  
জীবন ক্ষয়িত হবে জীবনের জাঁতা কলে  
তুমি হতে পারবে না কারো
হবে না তোমার কেউ ।


১৭/০৪/২০১৫ ইংরেজি, ঢাকা ।