রাতের আকাশে উঁকি দেয় সন্ধ্যা তারা
ভুবন মাঝে চলা দায় তুমি ছাড়া ।
মিষ্টি কথায় গলায় গলায় ঝগড়া কর
খানিক পরে মুচকি হেসে জড়িয়ে ধর ।
তিলকে বানাতে পার গোলগাল তাল
যৌবনের নাও বড় বেসামাল ।
মুহূর্তে পাড়ি দাও গঙ্গা যমুনা
ক্লান্ত হয়ে শান্ত হয় আবেগী কামনা ।
উথলে উঠে হানা দাও হিয়ার ভেতর
উন্মুক্ত মননে গড়েছ প্রেমের বাসর ।
তোমার পদচারণায় মুখরিত কল্পিত নগর
তোমা বিনে সময় কাটে নিরব নিথর ।
উদ্বেলিত হয়ে রাঙ্গাও কুসুম কানন
হাসি আনন্দে ভরে রাখ মায়ার বাঁধন ।
আমার গগনে তুমি রূপালী চাঁদের আলো
প্রেমের প্রদীপ সদা মিটি মিটি জ্বালো ।
এভাবেই পাশে থেকো অবিরত
তোমার ভালোবাসায় হব সিক্ত ।
বাংলার অবারিত সবুজের অবগাহনে
প্রেমের সুর ধ্বনিত হবে প্রেমাতুর মনে ।
১২ জৈষ্ঠ ১৪২১ বাংলা, ২৬ মে ২০১৪ ইংরেজী ।
কল্যাণপুর, ঢাকা ।